একটি ভিডিওকে সামনে রেখে দিল্লি হিংসায় নাম জড়াল দিল্লিতে তৃতীয়বার ক্ষমতায় আসা আম আদমি পার্টির এক নেতার। তাহির হুসেন নামে ওই নেতার বাড়িতে পেট্রোল বোমা পাওয়া গেছে, প্রচুর ইটের টুকরো মজুত অবস্থায় পাওয়া গেছে, বাড়িতে অ্যাসিডের মজুতও মিলেছে। এ নিয়ে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন।
কেজরিওয়াল সাফ জানান, এ নিয়ে এত কথা বলার কিছু নেই। যদি কাউকে দিল্লি হিংসায় যুক্ত পাওয়া যায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। জেলে ভরা উচিত। আর আপ নেতা কর্মীর কেউ হলে এজন্য যে সাজা হয় তার দ্বিগুণ সাজা তাকে দেওয়া হোক। কাউকে যেন ছাড়া না হয়। সে যে দলেরই হোক।
দিল্লি হিংসার পর এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এদিনই সকাল থেকে আপ নেতার বাড়িতে পেট্রোল বোমার মজুত নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যার নিন্দাও হয়েছে। এ নিয়ে তিনি যে কিছুটা বিব্রত ছিলেনই তা এদিন অরবিন্দ কেজরিওয়ালের শরীরী ভাষা থেকেই পরিস্কার। সাধারণত তাঁকে উত্তেজিত হতে দেখা যায়না। এদিন কিন্তু সেটাই হলেন। সাংবাদিক বৈঠকে যে এমন প্রশ্নের মুখে তাঁকে পড়তে হবে তাও হয়তো তিনি জানতেন। তাই প্রশ্ন ওঠা মাত্র সময় নষ্ট না করেই উত্তর দেন কেজরিওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা