National

সিবিএসই, আইসিএসই পরীক্ষার্থীদের নিশ্চিন্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

এখন বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে। গোটা দেশ জুড়েই এখন পরীক্ষা চলছে বিভিন্ন বোর্ডের। জীবনের বড় পরীক্ষা। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম। কিন্তু দিল্লির হিংসার জেরে দিল্লির বুকে বোর্ডের পরীক্ষার জন্য সব প্রস্তুতি নিয়েও ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত পরীক্ষার দিনেই আটকে গেছে বাড়িতে। জীবনের বড় পরীক্ষায় হিংসা ছড়িয়ে পড়া দিল্লিতে পরীক্ষা দিতে না বার হতে পারায় ছাত্রছাত্রীরা প্রবল চিন্তায় দিন কাটাচ্ছিল। বৃহস্পতিবার তাদের আশ্বস্ত করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, যেসব পরীক্ষার্থীর সিবিএসই, আইসিএসই বোর্ডের পরীক্ষা ছিল তাদের চিন্তার কারণ নেই। যারা যারা পরীক্ষা দিতে পারেনি তাদের একটি তালিকা তৈরি করবে দিল্লি সরকার। তারপর সেই তালিকা তারা বোর্ডের কাছে পাঠিয়ে দেবে। বোর্ড সেই তালিকা মত ব্যবস্থা নেবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, যেসব ছাত্রছাত্রীদের বাড়ি পুড়ে যাওয়ায় স্কুলের বইপত্র, পোশাক পুড়ে গেছে তাদের বই ও স্কুলের পোশাক বিনামূল্যে প্রদান করা হবে। সে সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল। সব স্কুলকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।


দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০ জনের বেশি। গত ৪ দিনে দিল্লির বিভিন্ন হাসপাতালে একের পর এক আহতকে আনা হয়েছে। প্রবল চাপ ছিল হাসপাতালগুলোর ওপর। এই কদিনে কিন্তু সেই ধাক্কা সামলে নিয়েছেন চিকিৎসক থেকে হাসপাতালের নার্স সহ অন্য কর্মীরা। রাতদিন এক করে পরিষেবা দিয়েছেন তাঁরা। এজন্য বৃহস্পতিবার চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দারুণ কাজের দরাজ সার্টিফিকেটও দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button