সামনে এল অরবিন্দ কেজরিওয়ালের করোনা পরীক্ষার ফল
জ্বর, সর্দি থাকায় নিজেই গত সোমবার সেলফ আইসোলেশনে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর করোনা পরীক্ষার ফল সামনে এল।
নয়াদিল্লি : হাল্কা জ্বর। গলায় ব্যথা। সঙ্গে কাশি। সবকটি করোনার উপসর্গ। যদিও করোনা কিনা তা স্পষ্ট ছিলনা। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেলফ আইসোলেশনে চলে যান গত সোমবার। গত রবিবার থেকেই জ্বর হয়েছিল আপ সুপ্রিমোর। অরবিন্দ কেজরিওয়ালের উপসর্গ ধরা পড়ার পর তাঁর করোনা পরীক্ষা নিশ্চিত হয়। যা মঙ্গলবার সকালে করা হয়।
মঙ্গলবার সকালে কেজরিওয়ালের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। তারপর কার্যত অপেক্ষা ছিল পরীক্ষার ফল কী বার হয় সেদিকে। গোটা দেশের মিডিয়াও তাকিয়েছিল ফলের দিকে। এই কাশি, জ্বর, গলা ব্যথা করোনা, নাকি এটা সাধারণ সর্দি, কাশি, জ্বর, এটাই ছিল জানার। অবশেষে সেই রিপোর্ট স্বস্তি দিল কেজরিওয়ালকে। জানা গেছে, কেজরিওয়ালের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
জ্বর, কাশির সমস্যা গত রবিবার থেকেই দেখা দেয়। তারপরই অরবিন্দ কেজরিওয়ালের সব বৈঠক বাতিল করা হয়। দিল্লির করোনা পরিস্থিতি মোটেও খুব একটা ভাল নয়। দিল্লিতে এখনও ২৯ হাজার ৯৪৩ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। দিল্লি জুড়ে আনলক-১-এ সব খোলার যেন ধুম পড়েছে। এই অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রীর করোনা উপসর্গ নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা