দিনে ১ লক্ষ সংক্রমণের জন্য তৈরি থাকছে রাজধানী
ওমিক্রন এখন বাড়ছে। প্রতিদিনই নতুন করে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলছে। ইতিমধ্যেই অনেক রাজ্যে প্রস্তুতিও তুঙ্গে উঠেছে। দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি মাথায় রেখেই চলছে প্রস্তুতি।
ভারতে ওমিক্রন সংক্রমণ এখনও গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছয়নি। তবে হতে যে পারে সেকথা মেনে নিচ্ছেন অনেক বিশেষজ্ঞই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও আশঙ্কা প্রকাশ করেছে যে ওমিক্রন ছড়াতে শুরু করলে দিনে ১৪ লক্ষ সংক্রমিতের খোঁজ মিলতে পারে ভারতে।
এদিকে দিল্লিতে এখনই ক্রমে বাড়ছে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা। দিল্লিতে বর্ষশেষের যাবতীয় উৎসবও বাতিল করা হয়েছে। এদিন আরও এক ধাপ এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন তাঁর সরকার কেবল দিল্লিতেই দিনে ১ লক্ষ ওমিক্রন সংক্রমণের জন্য তৈরি থাকছে। অর্থাৎ ওমিক্রন মোকাবিলায় দিল্লি সরকার দিনে ১ লক্ষ সংক্রমিতের ধাক্কা সামাল দেওয়ার জন্য নিজেদের তৈরি রাখছে।
করোনার দ্বিতীয় ঢেউতে দেশজুড়েই অক্সিজেনের হাহাকার দেখেছেন মানুষজন। তাই ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে আগেভাগেই অক্সিজেন তৈরি রাখছে দিল্লি। ১৫টি অক্সিজেন ট্যাঙ্কার তৈরি রাখছে দিল্লির আপ সরকার।
দিল্লিতে করোনা গত কয়েক মাসে অনেকটা কমে যাওয়ায় স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। কিন্তু এবার ফের বাড়ছে দিল্লিতে করোনা সংক্রমণ। ১২৫ জন গত একদিনে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে একটা বড় অংশ ওমিক্রন সংক্রমিত।
প্রসঙ্গত ভারত জুড়েই কিন্তু ওমিক্রন চিন্তা ক্রমশ বাড়ছে। উদ্বেগের বিষয় হল ভারতে ওমিক্রন সংক্রমণ যদি বাড়ে তাহলে ফের ক্রমশ স্বাভাবিক হয়ে আসা পরিস্থিতি বদলে লকডাউন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যা নতুন করে দেশের অর্থনীতি ও মানুষের রোজগারে বড় ধাক্কা হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা