
ব্রেক্সিটের জেরে বিশ্ববাজার পড়ে গিয়ে থাকতে পারে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ব্রেক্সিটই রাস্তা দেখিয়েছে। তাই ব্রেক্সিটের পরই ট্যুইট করে কেজরিওয়ালের ঘোষণা, ব্রেক্সিট গণভোটের আদলেই দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে কিছুদিনের মধ্যেই গণভোট হবে রাজ্যে। গত মাসেই দিল্লির আপ সরকার দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে একটি খসড়া বিল এনেছে। ৩০ জুনের মধ্যে এ নিয়ে দিল্লিবাসীর মতামতও চেয়েছেন কেজরিওয়াল। পুলিশ, পুরসভা বা আমলারা এখন দিল্লি সরকারে অধীন নন। পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে পারলে আগামী দিনে এগুলিও দিল্লি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে। সেই লক্ষ্যেই আপাতত স্থির অরবিন্দ কেজরিওয়াল।