দুর্নীতির অভিযোগে শেষ কয়েকদিন বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একসময় যিনি কেজরিকে গুরু মেনে আম আদমি পার্টিতে নাম লিখিয়ে ছিলেন, সেই কপিল মিশ্রর আনা দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিল্লি। দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফা দাবি করে সুর চড়ায় কংগ্রেস। এবার সেই সুর আরও চড়া করল বিজেপি। এদিন কেজরিওয়ালের ইস্তফা চেয়ে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির হাজারখানেক কর্মী সমর্থক। তাঁদের ঠেকাতে প্রশাসনকে জলকামান ব্যবহার করতে হয়। অবিলম্বে ইস্তফা না দিলে আন্দোলনের মাত্রা আরও চড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছে দিল্লি বিজেপি। এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মন্ত্রিসভার মন্ত্রী কপিল মিশ্রকে দল থেকে সাসপেন্ড করেছে আপ। আপের দাবি, এটা বিজেপির খেলা। দিল্লির মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে কপিল মিশ্রকে ব্যবহার করছে বিজেপি। এদিকে সাসপেন্ড হওয়ার পর কপিল মিশ্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন ক্ষমতা থাকলে আপ তাঁকে দল থেকে তাড়িয়ে দেখাক। কেজরিওয়ালকে দিল্লির যে কোনও কেন্দ্র থেকে ভোটে হারানোরও হুংকার দিয়েছেন কপিল। চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন সাহস থাকলে অরবিন্দ তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখান। আপ সরকারের দুর্নীতির কথা তিনি সিবিআইকে খুলে বলবেন বলেও হুমকি দিয়েছেন কপিল মিশ্র।