অ্যাসেজে ঘরের মাঠে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে বিধ্বস্ত করল অজি বাহিনী। একেই ব্রিসবেনের গাব্বা অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত পয়মন্ত। গত ২৯ বছর ধরে অস্ট্রেলিয়া এই মাঠে অপরাজিত। অ্যাসেজ টেস্ট সিরিজের প্রথম টেস্টের শেষ ইনিংসে জেতার জন্য ক্যাঙ্গারুদের দরকার ছিল ১৭৩ রান। ডেভিড ওয়ার্নারের ৮৭ এবং নবাগত ক্যামেরন ব্যানক্রফটের ৮২ রানের সৌজন্যে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছয় অজিরা। কোনও উইকেট না হারিয়ে রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষেত্রে ওয়ার্নার-ক্যামেরন জুটি ১৭৩ রান করে ভাঙলেন ৮৭ বছরের পুরনো বিশ্বরেকর্ড।
গত ৩১ বছরে ব্রিসবেনে একটিও ম্যাচ জেতেনি ইংল্যান্ড। এবারেও সেই অভিশাপ কাটিয়ে উঠতে ব্যর্থ জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী। তবে ম্যাচে হারলেও লড়াকু মনোভাব বজায় রেখেই রুট বলেছেন, একটি ম্যাচ কখনই গোটা সিরিজের গল্প বলে দিতে পারে না।