গাড়িই ছিল তাঁর প্রাণ। সেই গাড়ির মধ্যেই পুড়ে মৃত্যু হল ভারতের অন্যতম সেরা অটো রেসার অশ্বিন সুন্দরের। অশ্বিনের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তাঁরও একইসঙ্গে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে রাজা আন্নামালাইপুরমে এক বন্ধুর বাড়িতে সস্ত্রীক নিমন্ত্রণে যান অশ্বিন। নিমন্ত্রণ শেষে পছন্দের বিএমডব্লিউ চালিয়েই স্ত্রীকে নিয়ে আলাপক্কমে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। রাত পৌনে ৩টে নাগাদ সান্থম হাইরোড দিয়ে গাড়িটি প্রবল গতিতে ছুটে যাচ্ছিল।
পুলিশের অনুমান তখনই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাড়িটি। সোজা গিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। তারপর পাশের একটি পাঁচিলে ঢুকে যায়। আগুন ধরে যায় গাড়িটিতে। যান্ত্রিক কারণে লক হয়ে যায় গাড়ির সব দরজা। ফলে আগুন দেখেও গাড়ি থেকে বেরিয়ে আসারও সুযোগ পাননি সুন্দর দম্পতি।
গাড়ির মধ্যেই পুড়ে মৃত্যু হয় ফর্মুলা ফোর-এ ২ বারের জাতীয় চ্যাম্পিয়ন অশ্বিন সুন্দর ও তাঁর চিকিৎসক স্ত্রী নিবেদিতার। পরে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। অশ্বিনের মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটা বড় ক্ষতি বলেই ব্যাখ্যা করেছেন অটো রেসিংয়ের সঙ্গে যুক্ত মানুষজন।