ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ নিজেদের দুশো শতাংশ প্রয়োগ করেও পারল না ইতিহাস তৈরি করতে। শেষ পর্যন্ত শিখর ধাওয়ান ও বিরাট কোহলির চূড়ান্ত পেশাদারিত্বের কাছে হার মানতে বাধ্য হল বাংলার বাঘেরা।
সাব্বির রহমানের তৈরি করা ভিতের ওপর মাহমুদুল্লার গড়া ১২০ রানের ইমারত খুব একটা খাটো ছিলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে ভারতকে প্রাথমিক ধাক্কা দেন আল আমিন। কিন্তু শিখর ঝড়ের কাছে এরপর তাসের ঘরের মতো লুটিয়ে পড়তে থাকে বাংলাদেশি যোদ্ধারা।
টানটান বোলিং ও অতিরিক্ত রানের খাতা শূণ্য রাখলেও, বাংলা ফিল্ডিংয়ের কিছু ফাঁকফোকর ধাওয়ান-কোহলি যুগলকে লড়াইয়ে টিকে থাকার রাস্তাটা তৈরি করে দেয়। তবে এই ২ ভারতীয় ব্যাটসম্যানও এমন কোনও সুযোগ বাংলাদেশি ফিল্ডারদের দেননি যার সুবিধা তাঁরা নিতে পারেন।
১৩ তম ওভারে ধাওয়ান আউট হওয়ার পর ক্যাপ্টেন ধোনির পাওয়ার হিটিং বাংলাদেশের সমস্ত আশাকে পদ্মার জলে ভাসিয়ে দেয়। ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পেটেন্ট যে তাঁরই পাওয়া উচিত, সেই দাবি এদিন ফের একবার পেশ করে রাখলেন এম এস।