রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। সাত বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পায় ধোনি ব্রিগেড।
চোদ্দতম ওভারে ধোনির ঝোড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতীয় সময় সন্ধে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও প্রবল ঝড় বৃষ্টির জেরে সময় পিছোতে থাকে। পিচটা কোনওক্রমে বৃষ্টির হাত থেকে প্লাস্টিক পেতে বাঁচানো সম্ভব হলেও আউটফিল্ড প্রবল বৃষ্টিতে ক্রমশ ভারী হতে থাকে। রাত ৮টা নাগাদ বৃষ্টি থামলেও বারবার পিচ ও মাঠ পরীক্ষা করার পর রাত সাড়ে আটটায় আম্পায়াররা খেলা শুরুর সিদ্ধান্ত নেন। তবে সময় অনেকটাই নষ্ট হওয়ায় ২০ ওভার নয়, ফাইনাল ১৫ ওভারের হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বোলিং কোটা করা হয় বোলার পিছু তিন ওভার।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। শুরু থেকেই বড় অঙ্কের রান তোলার চেষ্টায় ত্রুটি করেনি বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। কাজও হয়। ভারতীয় বোলিংকে তুলোধোনা করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। আর এক ওপেনার শিখর ধাওয়ানকে সঙ্গত দিতে নামেন বিরাট কোহলি। বড় রান তাড়া করতে নেমে কোনও সময়ই তাড়াহুড়োর রাস্তায় যাননি এই দুই ব্যাটসম্যান। শিখর ধাওয়ানের দুর্দান্ত ৬০ রানের ইনিংস ও অন্যপ্রান্তে বিরাট কোহলির যোগ্য সঙ্গত ভারতকে অনেকটাই জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয়। তবে কম বলে বেশি রানের চ্যালেঞ্জটা অতিক্রম করে উঠতে পারছিলেন না তাঁরা। ফলে কোথাও একটা জেতার আশায় বুক বাঁধছিলেন বাংলাদেশের দর্শকরা। শিখর আউট হওয়ার পর যুবরাজের জায়গায় নিজে নেমে ১৯ তম ওভারে দুটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে সেই শেষ আশায় জল ঢেলে দেন ক্যাপ্টেন ধোনি। চোদ্দতম ওভারে ২০ রান করে জয় ছিনিয়ে নেন তিনি।