ভারতের কাছে এশিয়া কাপের প্রথম দ্বৈরথে গোহারান হেরেছে পাকিস্তান। ভারতের কয়েকজন ক্রিকেট বোদ্ধাও দাবি করছিলেন পাকিস্তান টিম ভারতের চেয়ে গোছানো। ফলে তাদের নাকি জেতার সুযোগ বেশি। কিন্তু মাঠে হল উল্টোটা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কোনও বিভাগেই পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি মেন ইন ব্লু। কিন্তু সে এখন অতীত। রবিবার ফের ২ চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি। ফের নতুন লড়াই। ফের ২ দেশের জয়ের জন্য মরণ কামড়।
সেই মহারণ আজ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়। দুবাইতে এখন প্রবল গরম। এটা ২ দলের জন্যই বড় সমস্যা। গরম সইয়ে নিতে দুপুর থেকেই অনুশীলনে নামছে ভারতীয় দল। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে যেভাবে হেরেছে। তারপর সুপার ফোরের প্রথম ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে যে কঠিন লড়াই দিয়ে জিতেছে তাতে কিন্তু মনোবলের দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে তারা। অন্যদিকে ভারত পাকিস্তান ও বাংলাদেশকে নেহাতই উড়িয়ে দিয়ে মনোবলের তুঙ্গে। ভারত চাইবে এদিনও পাকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করতে। অন্যদিকে আগের ম্যাচে লজ্জার হারের বদলা নিতে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে পাকিস্তানও।
গতদিন ভারত-পাক ম্যাচ খাতায় কলমে গুরুত্বপূর্ণ ছিলনা। কিন্তু ভারত-পাকিস্তান বলেই উত্তেজনা ছিল তুঙ্গে। এদিন কিন্তু তা নয়। সুপার ফোরে ২টি দেশই একটি করে ম্যাচ জিতে রয়েছে। ফলে আজ যে দল জিতবে তারা একটি ম্যাচ বাকি থাকতেই ফাইনালে পৌঁছে যাবে। সেদিক থেকে এই ম্যাচ ২ দলের কাছেই গুরুত্বপূর্ণ।