
সন্ত্রাসবাদী হানায় অসমে মৃত্যু হল ১৪ জনের। ১৫ জন গুরুতর আহত। শুক্রবার ঘটনাটি ঘটে অসমের কোকরাঝাড়ের বালাজান তিনালি এলাকার ১টি সাপ্তাহিক বাজারে। পুলিশ জানিয়েছে ব্যস্ত বাজারে আচমকাই ২ সন্ত্রাসবাদী এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। মুহুর্তে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আশপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন। প্রাণভয়ে শুরু হয়ে যায় ছুটোছুটি। এরমধ্যেই ১টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যাতে বাজারের ৩টি দোকানে আগুন লেগে যায়। সন্ত্রাসবাদীদের ঠেকাতে পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় গুলিযুদ্ধ। যা প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। পরে পুলিশের গুলিতে ১ সন্ত্রাসবাদীর মৃত্যু হলেও অন্যজন পালাতে সক্ষম হয়। মৃতের কাছ থেকে ১টি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। এদিকে এখনও কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।