যেদিকে ২ চোখ যায় শুধু জল আর জল, আরও খারাপ পরিস্থিতি
অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছিল গত কয়েকদিনে। কিন্তু ফের তা খারাপ হল।
গুয়াহাটি : একটু ভাল হচ্ছিল পরিস্থিতি। অনেকেই মনে করছিলেন প্রায় ৩ সপ্তাহ ধরে বন্যার তাণ্ডব দেখার পর হয়তো আস্তে আস্তে এবার দুর্যোগ কাটবে। ফিরবে স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতি ফের ঘোরাল হল বুধবার থেকে। নতুন করে বানভাসি এলাকায় আরও জল বাড়তে শুরু করেছে। অসমের ৩৩টির মধ্যে ২৬টি জেলাতেই কার্যত যেদিকে চোখ যায় শুধু জল আর জল। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ২৬ লক্ষ মানুষ বন্যা দুর্গত।
অসমের ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদীই এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। জিয়া ভারালি, ধানসিঁড়ি, কোপিলি, বেকি, সংকোশ, ধরমতুল নদী ফুঁসছে। অবশ্য এখন বলে নয়, এই পরিস্থিতি প্রায় গত ৩ সপ্তাহ ধরেই বজায় রয়েছে। সব নদীগুলি ফুঁসছে। তারমধ্যেই অঝোর বর্ষণ চিন্তা বাড়াচ্ছে। পাহাড়ি এলাকা থেকেও জল নামছে। এখনও পর্যন্ত অসমের এই ভয়াবহ বন্যায় ৮৯ জন প্রাণ হারিয়েছেন।
২ হাজার ৫২৫টি গ্রাম জলের তলায় হারিয়ে গেছে। ১ লক্ষ ১৫ হাজার ৫১৫ হেক্টর চাষজমি দেখে বোঝার উপায় নেই সেটা জমিই ছিল, নাকি নদী! প্রবল তোড়ে স্রোত বইছে সেখান দিয়ে। রাস্তাঘাট হারিয়ে গেছে। সড়ক যোগাযোগ অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৩৯১টি ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়াও উদ্ধারকাজ চলছে পুরোদমে। বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা