National

অসমে বন্যা, মৃত বেড়ে ১৮

অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে‌। ইতিমধ্যেই অসমে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ১৮ লক্ষ মানুষ গৃহহীন। মোট ২২টি জেলা বন্যা দুর্গত। যার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা বনগাইগাঁও, জোরহাট, দারাং, ধেমাজি, লখিমপুর, গোয়ালপাড়া, শোনিতপুর, নগাঁও ও গোলাঘাটের। উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। ব্রহ্মপুত্র নদ থেকে শুরু করে রাজ্যের প্রায় সবকটি নদীই বিপদ সীমার ওপর দিয়ে বইছে। জলে ভেসে গেছে প্রায় ১২ লক্ষ গবাদি পশু। প্রচুর পোলট্রি জলের তলায়। বহু মানুষ এখনও জলে আটকে আছেন। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফসল নষ্টের পরিমাণ ঠিক কত তা এখনও অজানা। তবে বন্যার জেরে মাথায় হাত পড়েছে রাজ্যের কৃষকদের।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button