National

কাজিরাঙায় ৫১টি প্রাণির মৃত্যু, পালাচ্ছে বাকিরা

কাজিরাঙা অভয়ারণ্যে প্রাণ হারাল ৫১টি প্রাণি। অন্য প্রাণিরা পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ১০২টি প্রাণিকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করা হয়েছে।

গুয়াহাটি : অসমের কাজিরাঙা অভয়ারণ্য ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া একটি সুবিশাল জঙ্গল। যা মূলত বিখ্যাত তার একশৃঙ্গ গণ্ডার এবং বাঘের নিশ্চিন্ত আশ্রয় হিসাবে। এখানে প্রায় ২ হাজার ২০০টি একশৃঙ্গ গণ্ডারের বাস। অনেক বাঘ রয়েছে এখানে। এছাড়াও হগ ডিয়ারের মত হরিণ ভর্তি। রয়েছে আরও বহু প্রজাতির প্রাণি। তাদের সেই নিশ্চিন্ত আশ্রয় আজ জলের তলায় চলে গেছে। একটু আধটু নয়, কাজিরাঙা অভয়ারণ্যের ৯৫ শতাংশই এখন জলের তলায়। বহু জন্তু পালিয়ে কাছের কার্বি আংলং-এর পাহাড়ি এলাকাগুলিতে চলে যাচ্ছে। উঁচু জায়গায় জল ওঠার সম্ভাবনা কম। তাই সেখানে আশ্রয় খোঁজার মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা।

বহু প্রাণি যখন পালাচ্ছে জঙ্গল ছেড়ে তখন বন্যার জল ঢুকছে হুহু করে। বাড়ছে জলস্তর। আর সেই জলেই শেষ হয়েছে এখনও পর্যন্ত ৫১টি প্রাণির জীবন। যারমধ্যে ৪৫টি হগ ডিয়ারের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া ৩টি ওয়াইল্ড বোর, একটি গণ্ডার, একটি বুনো মোষ এবং একটি সোয়াম্প ডিয়ার প্রাণ হারিয়েছে এই বন্যায়। ১০২টি প্রাণিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছেন বন কর্মীরা।


একটানা বৃষ্টি কয়েক সপ্তাহ ধরে চলছে। ফলে অসমের বন্য পরিস্থিতির উন্নতি দুরস্ত, আরও খারাপ পরিস্থিতি হচ্ছে। জলস্তর বেড়েই চলেছে। ইতিমধ্যেই ৫১টি প্রাণির পাশাপাশি ৫০ জন মানুষ বন্যায় প্রাণ হারিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ বন্যা দুর্গত। বাড়ি ভেসে গেছে। জলের তলায় হারিয়ে গেছে। পরিবার নিয়ে কোনওক্রমে আশ্রয় শিবিরে থাকছেন তাঁরা। এদিকে জল বাড়েই চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button