আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘অস্ত্র’। তারই মঙ্গলবার পরীক্ষা ছিল। যে পরীক্ষায় অস্ত্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ভারতীয় অস্ত্রাগারে ‘অস্ত্র’ এক বড় শক্তি হিসাবে হাতে আসতে চলেছে। মঙ্গলবার ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরের ওপর অস্ত্রের পরীক্ষা হয়। সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে অস্ত্রকে নির্দিষ্ট লক্ষ্যে ছোঁড়া হয়। আর অস্ত্র আকাশেই একদম সঠিক লক্ষে আঘাত হানে।
ক্ষেপণাস্ত্র অস্ত্র ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশ প্রথম ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয় এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় একদম প্রচলিত নিয়ম মেনে। আর তা সফল হয়। বিভিন্ন ব়্যাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং সেন্সরের সাহায্যে ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর তার ওপর নজরদারি চলছিল। এসব যন্ত্রই জানান দেয় যে ক্ষেপণাস্ত্র একদম তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে।
অস্ত্রের ডিজাইন করেছে ডিআরডিও। আধুনিক প্রযুক্তিতে তৈরি অস্ত্র ২ ধরনের টার্গেটেই আঘাত করতে সক্ষম। সে কম রেঞ্জ হোক বা বেশি রেঞ্জ। আবার আকাশ থেকে আকাশ এই ক্ষেপণাস্ত্র আকাশের বিভিন্ন উচ্চতায় আঘাত হানতে পারে। ভারতীয় অস্ত্রাগারে এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তি অনেকটা বাড়াবে এ বিষয়ে সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা