ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সোমবার সকালে ভর্তি করা হয় দিল্লির এইমসে। সকালের দিকে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে এখানে ভর্তি করা হয়। এইমসের তরফে অবশ্য জানানো হয়েছে এটা নেহাতই রুটিন চেকআপ। তবে ৯৩ বছরের অটলবিহারী বাজপেয়ী অনেকদিন ধরেই অসুস্থ।
সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ফুসফুস জনিত সমস্যার কারণেই এদিন এইমসে ভর্তি হন। তাঁর চিকিৎসা চলছে। বিজেপির বর্ষীয়ান নেতা অটলবিহারী বাজপেয়ীর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এদিন সন্ধেবেলা তাঁকে দেখতে এইমসে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর শারীরিক অবস্থা সম্বন্ধে খোঁজখবর নেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।