প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখতে বুধবার দিল্লি এইমসে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অটলবিহারী বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। গত ১১ জুন থেকেই এইমসে ভর্তি আছেন বাজপেয়ী। ৯৩ বছরের এই বর্ষীয়ান রাজনীতিবিদ ২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছিলনা। এবার তাঁকে ভর্তি করার সময়ে একাধিক সমস্যা ছিল তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রীর কিডনিতে সমস্যা রয়েছে। তাঁর ফুসফুস ও মূত্রনালিতেও সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়েই এইমসে চিকিৎসাধীন তিনি।
এদিন প্রধানমন্ত্রী ছাড়াও হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনিও অটলবিহারী বাজপেয়ীর খোঁজখবর নেন। একই দিনে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার এক মন্ত্রীর এইমসে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই নানা জন নানা আশঙ্কা করতে শুরু করেছেন। অনেকের প্রশ্ন তবে কী বাজপেয়ীজির শারীরিক অবস্থার অবনতি হয়েছে? যদিও এ প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি।