National

১৬ সেপ্টেম্বর কাব্যাঞ্জলি, ১৭-২৫ সেবা সপ্তাহ পালন করবে বিজেপি

আগামী ১৬ সেপ্টেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর একমাস পূর্ণ হচ্ছে। অস্থি কলস বিসর্জনের পর এবার ১৬ সেপ্টেম্বর অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর এক মাস পূর্তিকে কেন্দ্র করে বিজেপির তরফে দেশ জুড়ে পালন করা হবে ‘কাব্যাঞ্জলি’। যেখানে অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা তাঁরই গলায় পাঠ করতে শোনা যাবে। রেকর্ড করা সেই কবিতাপাঠ শোনানো হবে দেশের কমপক্ষে ৪ হাজার জায়গায়। এছাড়া কবি সম্মেলনেরও আয়োজন করা হবে। যেখানে অটলবিহারী বাজপেয়ীর ওপর রচিত কবিতা পাঠ করে শোনাবেন কবিরা। বৃহস্পতিবার দিল্লিতে একথা ঘোষণা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

অমিত শাহ আরও জানান, তার পরদিন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দিনটা আগেও সেবা কর্মের মধ্যে দিয়ে পালন করেছে বিজেপি। এবারও তাই হবে। এবার ১৭ থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেবা সপ্তাহ পালন। এই সময়ে দেশের কমপক্ষে ২০ হাজার বস্তি এলাকায় মেডিক্যাল ক্যাম্প করবে বিজেপি। সেখানে টিকাকরণ থেকে দরিদ্রদের স্বাস্থ্য পরীক্ষা, সবই করা হবে। স্বাস্থ্য পরীক্ষার সময়ে কাউকে হাসপাতালে ভর্তি জরুরি মনে হলে তাও বিজেপির তরফেই করা হবে। এছাড়া ওই বস্তি এলাকা জুড়ে সাফাই অভিযানও চালাবেন বিজেপি কর্মীরা। ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সেবা সপ্তাহ পালনকে অটলবিহারী বাজপেয়ীর প্রতি বিজেপি কর্মীদের ‘কা‌র্যাঞ্জলি’ বলে ব্যাখ্যা করেন অমিত শাহ।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button