বানান বিভ্রান্তির গেরোয় ‘বম্বে’ হয়ে গেল ‘বম্ব’। আর সেই বোমের আতঙ্কে হুলস্থূল পড়ে গেল বিমানবন্দরে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন বিমানবন্দরের ঘটনা। গত বুধবার সেখানে রটে যায় একটা মারাত্মক খবর। বোমা ভর্তি ব্যাগ নিয়ে এক যাত্রী নাকি অবতরণ করেছে বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বোমা বিস্ফোরণে ব্রিসবেন বিমানবন্দর উড়িয়ে দেবে সে। যাত্রীদের মধ্যে এও রটে যায়, আততায়ীর ব্যাগের মধ্যেই নাকি লেখা আছে ‘বম্ব টু ব্রিসবেন’। ব্যাস! হাওয়ার বেগে চাউর হওয়া সেই খবরে নিমেষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।
প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেকেই দৌড় লাগান বিমানবন্দরের বাইরের দিকে। আততায়ীকে খুঁজে পেতে খড়ের গাদায় সূচ খোঁজার মত অবস্থা হয় নিরাপত্তারক্ষীদের। শেষে এক যাত্রীর তৎপরতায় মেলে আততায়ীর সন্ধান। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় তথাকথিত ‘বোমা ভর্তি ব্যাগ’! বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, আসলে ব্যাগটি ছিল এক ভারতীয় বয়স্ক মহিলার। নাম ভেঙ্কট লক্ষ্মী। বুধবার মুম্বই থেকে তিনি ব্রিসবেনে এসে পৌঁছন মেয়ের কাছে যাবেন বলে। সঙ্গে ছিল মালপত্রের ব্যাগ। সেই ব্যাগের গায়ে লেখা বাক্যটি হওয়া উচিত ছিল ‘বম্বে টু ব্রিসবেন’। কিন্তু ‘বম্বে’ থেকে কোনওকারণে ‘এওয়াই’ শব্দটি মুছে যায়। ফলে অনিচ্ছাকৃত সেই ভুলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পরে অবশ্য প্রবীণার ব্যাগে লেখা ‘বম্ব’ শব্দটি কেটে নিচে ‘মুম্বই’ কথাটি লিখে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। স্বস্তি পান বৃদ্ধাও।