২০১৫ সাল। শ্যাম আব্রাহাম নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয় অস্ট্রেলিয়ার ইপিংয়ে। শ্যামকে তাঁর বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে তাঁর স্ত্রী সোফিয়া শ্যাম ও তার প্রেমিক অরুণ কমলাশাননকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলার বিচার প্রক্রিয়া এতদিন চলছিল অস্ট্রেলীয় আদালতে। অবশেষে তার রায় বের হল।
প্রমাণ হয়েছে কেরালার বাসিন্দা সোফিয়া স্বামীকে লুকিয়েই অরুণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পরে অরুণের সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে শ্যামকেই শেষ করে দেওয়ার পরিকল্পনা করে দুজনে। সেইমত শ্যামের জুসে মিশিয়ে দিয়েছিল সায়ানাইড। যা পান করে মৃত্যু হয় শ্যামের। এই অপরাধ প্রমাণিত হওয়ার পর অস্ট্রেলীয় আদালত ৩৩ বছরের সোফিয়াকে ২২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অরুণের জন্য ধার্য হয়েছে ২৭ বছরের কারাবাস। ফলে বাকি জীবনের অধিকাংশটাই ২ জনের কারাগারের অন্ধ কুঠুরিতেই কেটে যাওয়া নিশ্চিত।