World

ঝড়ে লণ্ডভণ্ড সাজানো শহর, ভেসে গেল অস্বাভাবিক বৃষ্টিতে

প্রবল ঝড়। তারসঙ্গে একটানা প্রবল বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগের এই জোড়া হানায় আপাতত বেসামাল অস্ট্রেলিয়ার সিডনি। দেশের অন্যতম শহর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায় বুধবার। ঝড়ে তছনছ হয়ে যায় শহর। সেখানেই শেষ নয়। ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। যা ২ ঘণ্টা স্থায়ী হয়। ২ ঘণ্টার এই প্রবল বৃষ্টিতে সিডনি শহরের বিভিন্ন জায়গা হড়কা বানের কবলে পড়ে। তোড়ে বইতে থাকে জল। যাতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। গাড়িতে যাওয়ার সময় এমন আচমকা হড়কা বানে অনেকে গাড়ির মধ্যেই আটকে পড়েন। তাঁদের অনেকে কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচান। ১০ জনকে উদ্ধারকারী দল উদ্ধার করে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানাচ্ছে, মাত্র ২ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিডনিতে। ১৯৮৪ সালের পর এক দিনে এত বৃষ্টি আর কখনও দেখেনি সিডনি। এদিকে কার্যত সিডনি শহরে গৃহবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। এই পরিস্থিতির পরও তাঁদের জন্য খারাপ খবর শুনিয়েছে হাওয়া অফিস। জানিয়েছে আরও ঝড় বৃষ্টি অপেক্ষা করছে সিডনির জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button