তেলেঙ্গানার বাসিন্দা মহম্মদ গউসউদ্দিন, সৈয়দ রাহাত কর্মসূত্রে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তাঁরা পরিবারের সকলকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নিউ সাউথ ওয়েলসের মুনি বিচে। পরিবারের সকলে আনন্দে মেতে উঠেছিলেন সমুদ্র সৈকতে। পরিবারের টিনএজ সদস্যরা নেমে পড়েছিল সমুদ্রে স্নান করতে। এমন সময়ে মধ্য বয়সী গউসউদ্দিন ও রাহাত লক্ষ্য করেন পরিবারের ২ ছেলে ও ১ মেয়ে জলে হাবুডুবু খাচ্ছে। বিপদ বুঝে তাদের বাঁচাতে দ্রুত জলে নেমে পড়েন মহম্মদ গউসউদ্দিন, সৈয়দ রাহাত ও মহম্মদ আবদুল জুনেইদ নামে পরিবারের আর এক সদস্য।
কোনওক্রমে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বয়সের ৩ ছেলেমেয়েকে তাঁরা বাঁতে সক্ষমও হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজেরা নিজেদের বাঁচাতে পারেননি। সমুদ্রে তলিয়ে যান তাঁরা। পরে দেহের খোঁজ শুরু হয়। মহম্মদ গউসউদ্দিন ও সৈয়দ রাহাত-এর দেহ উদ্ধার হলেও মেলেনি মহম্মদ আবদুল জুনেইদ-এর দেহ। এই খবর তেলেঙ্গানায় তাঁদের পরিবারকে জানানোর পর এখানেও সকলে শোকে ভেঙে পড়েন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা