সপ্তাহান্তের ছুটিতে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন হাজার হাজার মানুষ। ২ দিনের জন্য একটা দুর্দান্ত ছুটি উপভোগ করা। কিন্তু ছুটির নির্মল আনন্দের বদলে এখন জেলিফিশের দংশনের প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন ২ হাজার ৬০০ জন পর্যটক। তাঁদের চিকিৎসা চলছে। যন্ত্রণা ভোগ করছেন তাঁরা। যদিও জেলিফিশের এই দংশন কোনওমতেই প্রাণঘাতী নয়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্রতটে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল হাওয়ার দাপটে ‘ব্লু বটল জেলিফিশ’-এর একটি বিশাল কলোনি সমুদ্রের ধারে চলে আসে। সেখানে তখন বহু পর্যটক জলে ঝাঁপাঝাঁপি করছেন অথবা বালুকাবেলায় বিশ্রাম নিচ্ছেন। সেই সময়ে কার্যত এই বিশাল সংখ্যক জেলিফিশের কোপে পড়েন তাঁরা। ২ হাজার ৬০০ জন পর্যটকে ‘ব্লু বটল জেলিফিশ’-এর হুলে বিদ্ধ হন। প্রসঙ্গত এই ‘ব্লু বটল জেলিফিশ’-এর হুল ফুটলে কিন্তু যন্ত্রণা প্রবল আকার নেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা