যেখানে মানুষজন স্নান করছেন তার কাছেই চলে এল হাঙর। যা দেখা মাত্রই শুরু হয় সাইরেন বাজানো। যাতে সকলে জল থেকে দ্রুত উঠে আসেন। গত মঙ্গলবার সমুদ্রের ধারেই হাঙর নজরে আসার পরই অস্ট্রেলিয়ার ২টি জনপ্রিয় সমুদ্র সৈকতে জলে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সিডনির এই ২টি সমুদ্র সৈকতই পর্যটকদের কাছে খুব প্রিয়। তার ওপর এখন অস্ট্রেলিয়ায় গরমকাল। ফলে অনেকেই সমুদ্রে দীর্ঘসময় কাটাচ্ছেন। সেখানেই সাদা হাঙরটিকে দেখা যায় একটি ড্রোনে। সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক মিটার দূরে।
যেখানে মানুষ স্নান করেন সেই অংশটি জাল গিয়ে ঘেরা। যাতে সমুদ্র থেকে কোনও প্রাণি এসে মানুষকে আক্রমণ না করতে পারে। তবু ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। যদিও তারা এও জানিয়েছে, একটি শিল মাছকে তাড়া করতে করতে সমুদ্র সৈকতের এত কাছে চলে আসে হাঙরগুলি। তবু সাবধানের মার নেই। তাই আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাইছে কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা