বিশাল পাইথনের সারা শরীর জুড়ে বসে আছে এঁটেল পোকা। পরজীবী এই পোকাগুলোকে শরীর থেকে সরানোর শক্তিও পাইথনের গায়ে নেই। বরং ক্রমশ সংখ্যায় বাড়ছে এঁটেল পোকারা। এই অবস্থায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের একটি সুইমিং পুল থেকে উদ্ধার করা হয় পাইথনটিকে।
তার নড়ার ক্ষমতাও ছিলনা। ফলে বিশেষজ্ঞেরা মনে করছেন পাইথনটি গুরুতর অসুস্থ। তাই পোকাগুলোও নির্বিঘ্নে তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। খুব সন্তর্পণে এঁটেল পোকাগুলিকে পাইথনটির দেহ থেকে ছাড়িয়ে আনেন বিশেষজ্ঞেরা।
তারপর সেটির চিকিৎসা শুরু হয় বন্যজীবদের চিকিৎসাকেন্দ্রে। বিশেষজ্ঞেরা মনে করছেন অস্ট্রেলিয়ার এই অংশে জানুয়ারি মাসে প্রবল গরম থাকে। বেশ কিছু জায়গায় খরা পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে আবহাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পাইথনটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা