দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল। ফলে সেখানে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী থাকবে এটাই স্বাভাবিক। তাবলে ৫০ ডিগ্রি! আপাতত অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশ এখন এমনই এক ঝলসে যাওয়া গরমে নাজেহাল। ৫০ ডিগ্রিতে পারদ চড়ে যাওয়ায় প্রশাসনের কপালে পড়েছে ভাঁজ। প্রশাসনের তরফে ওজন অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষত শেষ দুপুর ও বিকেলে কাউকে রাস্তায় বার হয়ে রোদের স্পর্শে না আসতেই পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এমন এক ভয়ংকর গরমে রাস্তায় বার হওয়া দূরে থাক বাড়িতেই টিকতে পারছেন না আমজনতা।
গরমে নাজেহাল গোটা অস্ট্রেলিয়াই। তরতর করে চড়ছে পারদ। সিডনিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। পোর্ট অগাস্টা, টারকুলা সহ গোটা দক্ষিণ অস্ট্রেলিয়া জুড়েই মোটামুটি তাপমাত্রার পারদ ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা