রাস্তার সব পিচ গেছে গলে। রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছেনা। গাড়ির টায়ার যাচ্ছে আটকে। তাই বাধ্য হয়ে প্রশাসনের তরফে রাস্তার ওপর জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে। যাতে পিচ না গলে যেতে পারে। গাড়ি চলাচল স্তব্ধ না হয়। অস্ট্রেলিয়ার ওয়াচপ এলাকার বিশাল হাইওয়ের এমনই দশা। অনেক জায়গাতেই পিচ গলে গেছে। তার ওপর জল দিয়ে কোনওক্রমে চলাচলের অবস্থায় আনা হয়েছে। অস্ট্রেলিয়া জুড়েই চলছে রেকর্ড ভাঙা গরম। টানা ৬ দিন ধরে অনেক এলাকায় চলছে তাপপ্রবাহ। ফলে কার্যত জ্বলছে গোটা দেশ।
নিউ সাউথ ওয়েলসে পারদ ছুঁয়েছে ৪৬ ডিগ্রি। এখানকার একটি শহরে শুক্রবার রাতে এমন গরম ছিল যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সারারাতে সর্বোচ্চ তাপমাত্রায় নয়া রেকর্ড গড়েছে। রেকর্ড গরম পরেছে পূর্ব অস্ট্রেলিয়াতেও। এখানেও ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা নয়া রেকর্ড তৈরি করেছে। এছাড়া পোর্ট অগাস্টা, আন্দামুকা, গ্রিফিথের মত এলাকাগুলিতে তাপমাত্রার পারদ ৪৬ থেকে ৪৯-এর মধ্যে ঘোরাফেরা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা