রবিবারের ছুটি। তাই গোটা দেশটাই কার্যত ছুটির মেজাজে। তার ওপর দুপুর বেলা। ফলে একদম চুটিয়ে অবসর যাপন। কিন্তু সে সুখ সইল না। স্থানীয় সময় তখন ঠিক দুপুর ১টা ৩৯ মিনিট। আচমকা থরথর করে কেঁপে ওঠে মাটি। শুরু হয় ভূমিকম্প। মাটি এতটাই কেঁপে ওঠে যে কারও বুঝতে অসুবিধা হয়নি কি হচ্ছে। মুহুর্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
রবিবার দুপুরে অস্ট্রেলিয়ার জমি এভাবেই কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.৬। তীব্র ভূমিকম্পের আওতায় পড়ে এই কম্পন মাত্রা। কম্পনের কেন্দ্রস্থল ছিল পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমে শহরের থেকে ২০২ কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার নিচে এই কম্পনের উৎসস্থল। যদিও কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।
কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও হতাহতের খবর নেই। কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই কম্পন থামার পরও বাড়িতে ঢুকতে চাননি। বাইরেই অপেক্ষা করেছেন। আফটার শকের আতঙ্ক তাঁদের তাড়া করে বেরিয়েছে। একটা সময় পর্যন্ত অপেক্ষা করার পর আস্তে আস্তে বাড়ি ফেরেন সকলে। বাড়ির জিনিসপত্র অনেক জায়গাতেই পড়ে গেছে। মেঝেতে লুটোপুটি খেয়েছে। কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা