শপিং মলে উন্মত্তের মত ছুরির কোপ
শপিং মলে আসা মানুষজন নিজের মতই ঘুরছিলেন। আচমকাই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। উন্মত্তের মত ছুরির কোপ বসাতে থাকে।
শপিং মলে তখন বেশ কিছু মানুষের ভিড়। আচমকাই এক ব্যক্তি সেখানে আসা মানুষজনকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। মুহুর্তে শান্ত শপিং মলে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই আর্তনাদ করতে থাকেন। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হয়ে যায়। এদিকে ওই উন্মত্ত ব্যক্তি যাঁকেই সামনে পাচ্ছে তাঁকেই ছুরির কোপ বসাচ্ছে। এই অবস্থায় দ্রুত সেখানে হাজির হয় পুলিশ।
পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেও ফল না হওয়ায় বাধ্য হয়ে ওই ব্যক্তিকে থামাতে ও বাকিদের সুরক্ষা নিশ্চিত করতে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম অস্ট্রেলিয়ার সাউথ হিডল্যান্ড স্কোয়ার মলে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে ওই মল থেকে ৫ জনকে ছুরিকাহত অবস্থায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
কে ওই ব্যক্তি? কেন সে এভাবে ছুরি নিয়ে হামলা চালাল? সবই তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে মানুষের সুরক্ষা নিয়ে কোনও আপস করা হবে না। প্রসঙ্গত করোনা অস্ট্রেলিয়াতেও থাবা বসিয়েছে। তবে কিছু জায়গায় স্বাভাবিক জনজীবন ফেরানোর চেষ্টা চলছে সেখানে। পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু জায়গায় শপিং মলও খুলে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা