শরীরে হাজারের ওপর পা, কিন্তু চোখে দেখতে পায়না
সবচেয়ে বেশি সংখ্যক পা ওয়ালা প্রাণি এতদিন ছিল সাড়ে ৭৫০ পা সম্পন্ন কেন্নো প্রজাতির একটি জীব। কিন্তু তাকেও ছাপিয়ে গেল এক নতুন সন্ধান পাওয়া প্রাণি।
পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান মেলে জলে। স্থলভাগে মেলা প্রাণিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কেন্নো জাতীয় প্রাণি। সেই কেন্নো জাতীয় প্রাণির এখন প্রজাতির সংখ্যা ১৩ হাজার পার করেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কেন্নো জাতীয় প্রাণির দেখা মিলেছে। এরাই সবচেয়ে বেশি সংখ্যক পা সম্পন্ন হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বে ৭৫০-র ওপর পা বিশিষ্ট কেন্নো প্রজাতির একটি প্রাণি ছিল সবচেয়ে বেশি পা যুক্ত প্রাণি। কিন্তু সেই রেকর্ড গেল ভেঙে।
এখন এমন এক প্রাণির সন্ধান মিলেছে যার পায়ের সংখ্যা ১ হাজার ৩০০-র ওপর। মাটির কিছুটা তলায় থাকতে পছন্দ করে এরা। একেবারেই কেন্নো প্রজাতির প্রাণি এগুলি। এদের চোখ নেই। তবে পা ১ হাজার ৩০০-র বেশি।
পশ্চিম অস্ট্রেলিয়ায় সাউথ কোস্টের কাছে মাটি খুঁড়ে মাটির ৬০ মিটার নিচে এই প্রাণির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রাণির সন্ধান পাওয়ার পর জীববিজ্ঞানের আগের ধারনা গেছে বদলে। নয়া ইতিহাস লিখল এই প্রাণি। বিশ্বের সবচেয়ে বেশি পদবিশিষ্ট প্রাণির তকমা পেল এটি।
প্রসঙ্গত বিজ্ঞানীরা মনে করেন অস্ট্রেলিয়ায় এমন অনেক প্রাণি রয়েছে যাদের খোঁজ এখনও মেলেনি। এমনকি এমনও কিছু প্রাণি আছে যাদের সন্ধান মানুষ পাওয়ার আগেই তারা বিলুপ্তও হয়ে গেছে। তবে এই কেন্নো জাতীয় প্রাণিটি বিলুপ্ত হয়নি। তার আগেই এর খোঁজ মিলেছে।