সমলিঙ্গ বিবাহে এবার সম্মতি দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশে সমলিঙ্গ বিবাহকে আইনসম্মত করার পক্ষে রায় দিল অস্ট্রেলীয় পার্লামেন্ট। এরপর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আইন আগামী ১ মাসের মধ্যেই চূড়ান্ত রূপ নেবে। এখনও পর্যন্ত যা খবর তাতে ওশিয়ানিয়ার এই রাষ্ট্রে সমলিঙ্গ বিবাহের প্রথম উদাহরণ তৈরি হবে আগামী ফেব্রুয়ারিতে।
এদিন আইনটি যে খুব সহজেই পার্লামেন্টে পাস হয়ে যায় এমন নয়। প্রবল বাদবিতণ্ডার পর অবশেষে ভোটাভুটির মধ্যে দিয়ে আইন হওয়ার স্বীকৃতি পায় দেশে বিবাহের ব্যাখ্যা। এতদিন অস্ট্রেলিয়ায় বিবাহ বলতে আইনে বলা হত একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ। এবার তা বদলে করা হল দুজন মানুষের মধ্যে বিবাহ। আর সেটাই স্বীকৃতি পেল পার্লামেন্টে।