রাস্তায় ওটা কি ভিনগ্রহের জীব, উত্তর নেই বিজ্ঞানীদের কাছেও
বেশ ঝেঁপেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামতে মানুষজন রাস্তায় বার হন। তখনই একজনের নজরে পড় এটি। তারপর থেকে এখনও বোঝা যায়নি ওটা কি। অনেকেই মনে করছেন এলিয়েন।
বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন তিনি। থামতেই তিনি বেরিয়ে পড়েন রাস্তায়। রাস্তা তখন বৃষ্টির জলে থৈথৈ করছে। তারমধ্যেই প্রায় হোঁচট খাওয়ার অবস্থায় হয় তাঁর।
আসলে পায়ের কাছে একটি জিনিস দেখে তিনি অবাক হয়ে যান। বুঝতে পারেন এটি কোনও প্রাণির ভ্রূণ। ভাল করে চোখও ফোটেনি। সেটি পড়ে আছে রাস্তার ওপর।
একটি গাছের ডাল নিয়ে বার কতক খুঁচিয়েও কোনও ফল হয়নি। নড়েনি সেটি। কিন্তু এটি কি? কোন প্রাণির ভ্রূণ? আশপাশের লোকজন কিছুই বুঝতে পারেননি।
এবার প্রাণিটির ছবি ইন্টারনেটে দেওয়া হয়। সেখানেও কেউ বলছেন হাঙরের ভ্রূণ, কেউ বলছেন অন্য মাছ, কেউ আবার সরাসরি দাবি করেছেন এটি ভিন গ্রহের জীব বা এলিয়েন ছাড়া আর কিছুই নয়। কারণ এমন প্রাণি পৃথিবীতে নেই।
এটি কোন প্রাণির ভ্রূণ তা কিন্তু এখনও বুঝে উঠতে পারেননি জীববিজ্ঞানীরাও। তাঁরাও নানা ভাবে পরীক্ষা করে দেখেছেন প্রাণিটিকে। কিন্তু এমন কোনও প্রাণি তাঁদেরও চেনার বাইরে।
খোদ বিজ্ঞানীরা অপারগ হওয়ার পর প্রাণিটি ভিন গ্রহের হতেই পারে বলে আরও বদ্ধমূল ধারনা হতে শুরু করছে অনেকের। প্রাণিটি পাওয়া যায় সিডনির রাস্তায়।
অনেকের বিশ্বাস বৃষ্টির সময় আকাশ থেকে নেমে এসেছে এই ভিন গ্রহের জীবের ভ্রূণটি। এদিকে এখনও কিন্তু সেটি কোন প্রাণির ভ্রূণ তার খোঁজ চলছে। কিন্তু জানা যায়নি কিছুই।