স্যান্ডউইচের জন্য প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা হল এক মডেলের
একটা স্যান্ডউইচ। তার জেরে দেড় লক্ষ টাকার কাছে জরিমানার মুখে পড়তে হলে এক জনপ্রিয় মডেলকে। তিনি মেনেও নিয়েছেন নিজের ভুল।
ইউরোপ বেড়িয়ে দেশে ফিরছিলেন ১৯ বছর বয়সী এক তরুণী। পেশায় তিনি একজন মডেল। আর এই বয়সেই তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ।
তাঁর বিমান দেশে পৌঁছনোর আগে একবার সিঙ্গাপুরে দাঁড়ায়। সেখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় মডেল জেসিকাকে। ১১ ঘণ্টা বিমান সফর করার পর তাঁর খিদে পেয়ে গিয়েছিল।
সিঙ্গাপুরে বিমানবন্দরেই তিনি একটি বিখ্যাত স্যান্ডউইচ সংস্থার আউটলেট থেকে একটি স্যান্ডউইচ কেনেন। স্যান্ডউইচটি ১ ফুট লম্বা। যার ৬ ইঞ্চি তিনি ওখানেই বসে শেষ করেন। বাকি ৬ ইঞ্চি রাখেন বাকি সফরের জন্য।
অস্ট্রেলিয়ার মডেল জেসিকা লি এরপর অস্ট্রেলিয়ায় পৌঁছন। বিমান অবতরণ করে। এদিকে স্যান্ডউইচটা তখনও কিছুটা বাকি রয়ে গিয়েছিল। জেসিকা আর খেয়ে উঠতে পারেননি।
বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের জানাতে হয় বিদেশ থেকে তিনি কি কি নিয়ে এসেছেন। সেই তালিকা তিনি জমা দিলেও লেটুস পাতা এবং চিকেনে দাগ দেননি। কিন্তু তাঁর পড়ে থাকা স্যান্ডউইচে লেটুস পাতা এবং চিকেন, ২ ছিল।
জেসিকা মনে করেন জিনিসপত্রের বিষয়ে জানাতে হয়, বিদেশ থেকে আনা খাবারও যে যুক্ত তা বুঝতে পারেননি। এদিকে তাঁর কাছে স্যান্ডউইচের বাকি অংশটা পাওয়ার পর অস্ট্রেলিয়ার কাস্টমস আধিকারিকরা জেসিকা লি-কে জরিমানা করেন।
বিদেশ থেকে আনলেও তা না জানানোয় জরিমানা হয় ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা। ২৮ দিন সময় দেওয়া হয়েছে জেসিকাকে। তার মধ্যে ওই জরিমানার টাকা তাঁকে জমা দিতে হবে।