আঙুলের ছাপ দিয়ে বাথরুমে যেতে পারছে ছাত্ররা, স্কুলের নিয়মে বিরক্ত অভিভাবকরা
স্কুলে বাথরুম ব্যবহার করতে গেলে ছাত্রকে তার আঙুলের ছাপ দিয়ে তবেই বাথরুমে প্রবেশ করতে হবে। স্কুলের এই নিয়মে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।
স্কুলে বাথরুম তো ছাত্রদের ব্যবহার করতে হয়। ছাত্রদের বাথরুমে ঢোকা বার হওয়া লেগেই থাকে। দীর্ঘ সময় স্কুলে থাকাকালীন প্রকৃতির ডাকে তো সাড়া দিতেই হয়। এবার সেখানেও ঢুকতে গেলে দিতে হবে আঙুলের ছাপ।
একটি স্কুল বাথরুমের বাইরে বায়োমেট্রিক মেশিন বসিয়ে দিয়েছে। ছাত্রদের জানানো হয়েছে ওই বায়োমেট্রিকে আঙুলের ছাপ দিয়ে তবেই তারা বাথরুমে প্রবেশ করতে পারবে। এমনকি স্কুলের বিরুদ্ধে অভিযোগ, এই নিয়ম আগেই চালু করা হলেও অভিভাবকদের জানানো হয় অনেক পরে।
তার আগেই প্রায় ১ হাজার ছাত্রের আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করে স্কুল। স্কুলের তরফে জানানো হয়েছে, ক্লাসে ছাত্ররা কতক্ষণ থাকছে, কতক্ষণ বাথরুমে কাটাচ্ছে, এসব খবর রাখতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
যদিও স্কুলের এই নতুন নিয়ম মেনে নিতে পারছেন না অভিভাবকরা। তাঁদের দাবি, এভাবে স্কুল তাঁদের সন্তানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। তাদের আঙুলের ছাপ সহ তথ্য অন্য কাজেও ব্যবহার হতে পারে।
অন্যদিকে স্কুলে বাথরুম ব্যবহারের জন্য আঙুলের ছাপ আদৌ কি বাধ্যতামূলক করা যায়? এ প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে। যদিও প্রবল সমালোচনা হলেও স্কুল তাদের অবস্থান থেকে নড়েনি। আঙুলের ছাপ দিয়েই পড়ুয়াদের বাথরুমে প্রবেশ করতে হচ্ছে। যদিও বিভিন্ন মহলে প্রবল সমালোচনার ঝড়ে তারা কতদিন তাদের অবস্থান ধরে রাখতে পারবে তা কার্যত একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে।