বাড়িতে হাজির কয়েক হাজার টাকার পানীয়, প্রেরককে খুঁজে পাচ্ছেন না তরুণী
এ এক রহস্য। বাড়িতে কয়েক হাজার টাকার পানীয় এসে হাজির হয়েছে। রেখে কুলিয়ে উঠতে পারছেন না তরুণী। কিন্তু কে পাঠিয়েছেন সেটাই রহস্য।
তাঁকেই যে পাঠানো হচ্ছে তা পরিস্কার। কিন্তু কেন পাঠানো হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছেন না এক তরুণী। এদিকে কয়েকদিন ধরে টানা তাঁর বাড়িতে প্রেরণ করা হয়েছে নানা ধরনের নরম পানীয়। তাও আবার সবই দামি দামি।
কয়েক হাজার টাকার পানীয় এসে হাজির হয়েছে তাঁর বাড়িতে। এমন অবস্থা যে বেশ কিছু বোতল তো তিনি বিলি করে দিয়েছেন। এদিকে এমনটাও নয় যে তাঁকে ভুল করে বোতলগুলি দিয়ে যাওয়া হচ্ছে।
ডেলিভারি বয় সঠিক ঠিকানাতেই তা ডেলিভারি দিচ্ছেন। সেখানেই পাঠানোর অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু তরুণী এটাই বুঝে উঠতে পারছেন না পাঠাচ্ছে কে? সেটা কার্যত তাঁর কাছে একটা রহস্য।
অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ওই তরুণী অস্ট্রেলিয়ায় মান্যতা প্রাপ্ত একটি ভিডিও শেয়ারিং অ্যাপে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, কে এত পানীয় তাঁকে পাঠালেন সেটাই তিনি জেনে উঠতে পারছেন না।
যে নম্বর থেকে অর্ডারগুলি দেওয়া হয়েছিল সে নম্বরের খোঁজ করতে গিয়ে দেখা গেছে সেটিও এখন অচল। তাহলে কে পাঠালেন এত পানীয়? সে উত্তর এখনও পাননি ওই তরুণী।
রহস্যময় প্রেরক কি উদ্দেশ্যে এত পানীয় তাঁকে পাঠালেন তাও ঠাওর করে উঠতে পারছেন না তিনি। অস্ট্রেলিয়ার সিডনি শহরের এই ঘটনা সেখানকার সংবাদমাধ্যমে কার্যত আলোড়ন ফেলেছে। পানীয় কে পাঠাচ্ছেন সেটাই এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে।