বিশাল কুমিরটার চোখ কামড়ে ধরলেন এক কৃষক, তারপর যা হল
জীবনে এমন অনেককিছু হয় যা সিনেমা বা কাহিনিকেও হার মানায়। এমনই এক ঘটনা ঘটল। এক ব্যক্তি কামড়ে ধরলেন এক বিশাল কুমিরের চোখ।
জল কিছুটা বেড়ে গিয়েছিল। এদিকটায় মাছও অনেক রয়েছে। জল কিছুটা ঘোলা। সেদিকটার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন তিনি। নদীর ধার ধরেই যাচ্ছিলেন। এক সময় তিনি বুঝতে পারেন জলে কেবল মাছই নেই। অন্য কিছুও একটা রয়েছে। এই অন্য কিছুটা কি তা বোঝার আগেই তিনি অনুভব করেন তাঁর পায়ের কাছটা কেউ কামড়ে ধরেছে।
এবার তাঁকে টেনে জলের দিকে নিয়ে যাচ্ছে। খুব দ্রুত সব কিছু ঘটে। ওই ব্যক্তি বুঝতে পারেন যে কুমিরই তাঁর পা কামড়ে ধরেছে।
অগত্যা তিনি নিজেকে ছাড়াতে কুমিরটির সঙ্গে যতটা পারছিলেন ধস্তাধস্তি শুরু করেন। নিজেকে মুক্ত করতে শরীরের সব শক্তি কাজে লাগাচ্ছিলেন। কিন্তু কুমির তার কামড় ছাড়েনি।
এই অবস্থায় নিজেকে বাঁচাতে ওই ব্যক্তি পাল্টা কামড়ে ধরেন কুমিরের চোখ। চোখের পাতাটা সজোরে কামড়ে ধরতে কাজ হয় ম্যাজিকের মত। কুমির তাঁকে ছেড়ে দ্রুত জলের মধ্যে মিলিয়ে যায়।
ওই ব্যক্তি জানিয়েছেন কুমিরের চোখ কামড়ে ধরার সময় তিনি অনুভব করেন যে একটা শক্ত চামড়া তিনি কামড়ে ধরেছেন। সবটাই নিজেকে বাঁচানোর তাগিদে করেন অস্ট্রেলিয়ার ৬৫ বছরের ওই কৃষক। তবে তাতেই তিনি প্রাণে বেঁচে যান।
এমন এক আশ্চর্য রক্ষার কাহিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তবে পায়ে কুমিরের কামড় খাওয়ায় কলিন নামে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়।