রাত নামলে এ সমুদ্রের জল নিজেই জ্বলে ওঠে নীল আলোয়
কোনও আলো দেওয়া হয়েছে সমুদ্রসৈকতে এমনটা ভাবার কোনও কারণ নেই। এখানে সমুদ্র নিজেই জ্বলে ওঠে উজ্জ্বল নীল আলোয়।
এ সমুদ্রতট বিখ্যাত তার সাদা বালির জন্য। এখানে সাদা বালির সমুদ্রসৈকতে সকালের আলোয় অনেকেই হাজির হন। সময় কাটান সমুদ্রের এই সাদা বালির ওপর। কিন্তু যত মানুষ সকালে এখানে হাজির হন তার চেয়ে অনেক বেশি মানুষ হাজির হন রাতে। সন্ধে নামলেই সাদা বালুকাবেলার এই সমুদ্রতট ভোল বদলে ফেলে।
অন্ধকারে সে জ্বলতে শুরু করে। তীব্র নীল আলো জ্বলতে শুরু করে সমুদ্রের জল থেকে। যা দেখে চোখ ফেরাতে পারেননা অনেকে। তাই এই সমুদ্রতট এত সুন্দর সাদা বালিতে ভরা হলেও তার আকর্ষণ এখানে কম। বরং মানুষ এখানে আসেন সন্ধে নামলে। তখনই এক বিস্ময় তাঁদের চোখ ধাঁধিয়ে দেয়।
সমুদ্রের জলে আলো জ্বলছে? অথচ সে আলোয় মানুষের কোনও অবদান নেই! এমন অবাক কাণ্ড ঘটে কীভাবে? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন অস্ট্রেলিয়ার জার্ভিস বে-র এই সমুদ্রতটের ধারে প্রচুর প্ল্যাঙ্কটন ভরে রয়েছে।
যা এক রাসায়নিক বিক্রিয়ার কারণে এভাবে নীল উজ্জ্বল আলো হয়ে জ্বলতে থাকে। আর সেই জাগতিক বিস্ময় প্রত্যক্ষ করতে মানুষ ভিড় জমান এখানে।
বলা হয় এই নীল আলোর খেলা জার্ভিস বে-তে দেখার সবচেয়ে ভাল সময় গ্রীষ্মকাল। ওই সময় এই আলো যেন তার সব ঢেলে জ্বলতে থাকে।
তবে এমন নয় যে বছরের বাকি সময়ে কিছুই দেখা যাবেনা। একটু গরম আবহাওয়া থাকলে এমন এক চোখ জুড়োনো অভিজ্ঞতার সাক্ষী যে কেউ হতে পারেন।