হেয়ার ড্রায়ার ব্যবহার করায় প্রায় ৮০ হাজার টাকা জরিমানা হল মহিলার
স্নানের পর চুল শুকোনোর জন্য অনেক মহিলা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। সেজন্য যে তাঁকে ৮০ হাজার টাকার মত গুনতে হবে তা আশা করেননি এক মহিলা।
তিনি হোটেলের ঘরে স্নান সেরে একটি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করার চেষ্টা করছিলেন। এমনটা অনেক মহিলাই করে থাকেন। যেহেতু মহিলাদের চুল লম্বা হয় তাই অনেক সময় তা দ্রুত শুকনো করার জন্য মহিলারা হেয়ার ড্রায়ার মেশিন ব্যবহার করেন। সেটাই তিনি করেছিলেন হোটেলের ঘরে।
এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। মহিলা বেরিয়ে দেখেন দমকল বাহিনীর লোকজন এসে হাজির হয়েছেন। তখনকার মত বিষয়টি মিটে যায় যখন ওই মহিলা জানান তিনি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করছিলেন। সমস্যাটা হয় হোটেল ছাড়ার সময়।
ওই মহিলাকে একটি বিল ধরায় অস্ট্রেলিয়ার পার্থ শহরের ওই হোটেল। হাতে দমকল বাহিনীকে ডাকার জন্য অতিরিক্ত প্রায় ১ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারের বিল ধরায়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি।
ওই মহিলা আকাশ থেকে পড়েন। তিনি স্নান করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে কি অপরাধ করে ফেলেছেন তা তিনি বুঝতে পারেননা। কিন্তু হোটেলও তাঁর কোনও কথা শুনতে চায়নি বলেই অভিযোগ।
এদিকে অস্ট্রেলিয়ায় দমকল বাহিনী এলে এত বেশিও চার্জ করেনা। তাই যে অতিরিক্ত টাকা হোটেল নিয়েছিল তা ফেরত পেতে ওই মহিলা আবেদন করেন হোটেলের কাছে।
প্রথমে মহিলার আবেদনকে গুরুত্বই দিচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। পরে অবশ্য দমকল ডাকার খরচ বাদ দিয়ে তারা যে অতিরিক্ত টাকা চার্জ করেছিল তা ফেরত দিয়ে দেয়। এই খবর অস্ট্রেলিয়া তো বটেই বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।