বাচ্চারা কাঁদায় গ্রাহককে দোকান থেকে বার করে দিলেন দোকান মালিক
২ সন্তানকে নিয়ে দোকানে হাজির হয়েছিলেন বাবামা। অভিযোগ ২ বাচ্চাই একাধারে কেঁদে চলেছিল। দোকান মালিক এরপর গোটা পরিবারকে দোকান থেকে বার করে দেন।
২ সন্তানকে নিয়ে একটি কাফেতে হাজির হয়েছিল এক পরিবার। সেখানে অনেকেই খাওয়াদাওয়া করছিলেন। তাঁরাও একটি টেবিলে বসেন। তারপর খাবার অর্ডার দেওয়ার পালা। সেখানে একটি খাবার ২ বাচ্চাকে ভাগ করে খেতে বলেছিলেন মা। সেটা ২ শিশুর কেউ মেনে নিতে পারেনি।
তারা ২ জনই কান্না জুড়ে দেয়। অভিযোগ যে তারা এতই জোরে কাঁদছিল যে অন্য গ্রাহকদের অস্বস্তি বাড়ছিল। এও অভিযোগ যে দোকান মালিক নাকি বাচ্চারা এভাবে কাঁদতে থাকায় ওই পরিবারকে দোকান থেকে বার করে দেন। যা আবার মেনে নিতে পারেননি ওই মা। তিনি ওই কাফেটি সকলকে বয়কট করার আবেদন জানান।
অস্ট্রেলিয়ার ম্যাগনেটিক দ্বীপের অ্যাডিলেজ কাফে স্থানীয়দের কাছে বেশ পরিচিত। এই কাফের মালিক স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাচ্চা ২টি জোরে জোরে কেঁদেই চলেছিল। তার ওপর তাঁর দোকানের সাজানো জিনিস ফেলে দিচ্ছিল।
এমনকি একটি ফ্লাক্স নিয়ে সেটি কাফের টাইলস বসানো মেঝেতে ছুঁড়েও দেয়। ১৫ মিনিট ধরে তারা কেঁদেই চলেছিল। তার সঙ্গে এমন সব কাণ্ড।
কাফে মালিকের দাবি, তিনি প্রথমে পরিবারকে শিশুদের নিয়ে দোকান ছাড়ার অনুরোধ করেন। কিন্তু ওই পরিবার তা না মানায় বাধ্য হয়ে পুলিশ ডাকার ভয় দেখাতে হয়। তারপর তাঁরা ২ শিশুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
যদিও এই ঘটনায় ওই পরিবার কিছু মানুষকে পাশে পেয়েছে, কিছু মানুষ আবার সোশ্যাল সাইটে দোকান মালিককেই সমর্থন জানিয়েছেন।