সুন্দর নয়, নোংরা বাগান বিশ্ব সেরা করল এক মহিলাকে
সুন্দর বাগান, সাজানো বাগানের জন্য যদি বিশ্বসেরা হতেন তাহলে তা নিয়ে বলার কিছু থাকেনা। কিন্তু নোংরা বাগানের জন্যও বিশ্বসেরা হওয়া যায় দেখলেন মহিলা।
তিনি বিশ্বসেরার খেতাব জয়ী। অনেক দেশের অনেক বাগানকে হারিয়ে তবে এই বিরল সাফল্য পেয়েছেন তিনি। বিরল তো অবশ্যই। কারণ তিনি তাঁর বাগানের জন্য সেরা হয়েছেন ঠিকই, তবে সুন্দর সাজানো বাগানের জন্য নয়। বরং নোংরা বাগানের জন্য বিশ্বসেরার খেতাব জিতেছেন মহিলা।
তাঁর বাগানটা হলুদ হয়ে যাওয়া শুকনো ঘাসে ভরা। চারিদিকে গর্ত। ধেড়ে ইঁদুরের সংসার সেখানে। সেই ইঁদুররাই বাগানের মাটির অজস্র সুড়ঙ্গ বানিয়ে সেখানে জমিয়ে সংসার পেতেছে। ফলে বাগানের একটা বড় অংশ জুড়ে কেবল গর্ত।
শুকনো কাঠ এখানে সেখানে পড়ে আছে। চুপসে গেছে কিছু ছোট ছোট গাছ। বাগানে সবুজের লেশমাত্র নেই। শুকনো বাগানের মাটির রংও ধূসর। বাগানটা এতটাই নোংরা যে সেটিকেই বেছে নেওয়া হয়েছে বিশ্বের সেরা নোংরা বাগান হিসাবে।
সুইডেনের গোটল্যান্ড শহরে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল স্থানীয়ভাবে। সেটা কয়েক বছর আগের কথা। সেই প্রতিযোগিতা এবারই প্রথম বিশ্ব পর্যায়ে পৌঁছে গেল।
জার্মানি, ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ তাবড় দেশের নোংরা বাগান নিয়ে অনেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশও নেন। সেখানে সেরা হলেন অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার ক্যাথলিন মানে এক মহিলা।
ক্যাথলিনের ওই ইঁদুরের সংসারের শুকনো ঘাসের ধূসর জমির বাগানই বিশ্বের সেরা নোংরা বাগান হিসাবে চিহ্নিত হয়েছে। বিশ্ব পর্যায়ে চালু হওয়া এই প্রতিযোগিতার প্রথম বছরের বিজেতা হয়ে রইল ক্যাথলিনের এই বাগান।