সারাবছর রং বদলায় এই ডোরাকাটা মৌচাক পাহাড়
পৃথিবীতে এমন পাহাড়সারি এক জায়গাতেই রয়েছে। যা শুধু দেখা নয়, অবাক হয়ে চেয়ে থাকার মত। প্রতিটি পাহাড়ই ডোরাকাটা মৌচাক।
এ পাহাড়সারি যেমন মানুষকে চমক দেয়, তেমনই তার গবেষকদের কাছে গুরুত্বও অপরিসীম। কারণ এ পাহাড় পৃথিবীর বিবর্তনের নানা সময়ের ইতিহাসকে জানতে সাহায্য করে। তবে গবেষণার প্রয়োজন বাদ দিলে এ পাহাড়সারির রূপই অনন্য। যার টানেই বছরে সাধারণত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন একে চোখের দেখা দেখতে।
৬ লক্ষ একর জমি জুড়ে অবশ্য ছড়িয়ে আছে এ পাহাড়সারি। অথচ প্রতিটি পাহাড়ই একরকম দেখতে। খুব যে উঁচু তা নয়। তবে পাহাড়ের সারা গায়ে ডোরাকাটা। তাও আবার রঙিন ডোরা।
প্রতিটি পাহাড়ই বেলেপাথরের তৈরি। নানা স্তর রয়েছে সেখানে। স্তর বদলে গেলে রংও বদলে যায়। আবার ঋতুর বদলও রং বদলায় এ পাহাড়সারির।
উপর থেকে দেখলে মনে হবে যত দূর চোখ যায় অগুন্তি মৌচাক যেন জমির ওপর সাজানো রয়েছে। যার গায়ে নানা রং। আর সেসব রং বর্ষায় যা থাকে শীতে থাকেনা, আবার শীতে যা থাকে গ্রীষ্মে থাকেনা।
পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলের এই বাঙ্গল বাঙ্গল রেঞ্জ সারাবিশ্বে বিখ্যাত তার অপরূপ রূপের জন্য। এই পাহাড়সারি দেখার সবচেয়ে ভাল উপায় হল উপর থেকে তা দেখা। এজন্য পর্যটকদের ব্যবস্থাও রয়েছে। যাতে তাঁরা উপর থেকে এই পাহাড়সারি দেখতে পারেন।
উপর থেকে দেখলে মনে হয় ঠিক যেন রঙবেরঙয়ের ডোরাকাটা মৌচাক সারি দিয়ে চলে গেছে। তবে এ পাহাড়গুলি ভঙ্গুর। তাই এতে সাধারণ মানুষকে বিশেষ চড়তে দেওয়া হয়না।