আশ্চর্য ভাবে পাওয়া যায় ১৩০৬ পায়ের প্রাণি
এই আশ্চর্য ঘটনা আজও সকলের মুখে মুখে ঘোরে। পৃথিবীর সবচেয়ে বেশি পা থাকা প্রাণির দেখা মিলেছিল মাটির অনেক তলায়। তাও একটা বিশেষ কারণে।
তার চোখ নেই। কিন্তু পা গুনতে শুরু করলে শেষ হবেনা। একটা প্রাণির এত পা থাকতে পারে? অবশ্য কিছু অতিরিক্ত পা থাকা কীট দেখতে পাওয়া যায় আশপাশে। কিন্তু তাদেরও এত পা থাকেনা।
এর পায়ের সংখ্যা ১ হাজার ৩০৬টি! শুনলে বিশ্বাস হতে চাইবে না। কিন্তু অতগুলো পা-ই রয়েছে তার শরীরে। বেশি পা থাকা কীটদের বলা হয় মিলিপেড।
এটি সেই গোত্রের সবচেয়ে বড় আবিষ্কার। এই প্রাণি কিন্তু জঙ্গল, জলা বা কোনও গ্রামের ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়নি। বরং দেখা গিয়েছিল মাটির অনেক তলায়।
অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের একটি অংশে মাটি খোঁড়া শুরু হয়েছিল। কারণ বিশেষজ্ঞদের ধারনা ছিল ওখানে মাটির তলায় সোনা রয়েছে। সোনার খনি উদ্ধারের চেষ্টায় মাটির অনেক নিচ পর্যন্ত খুঁড়ে ফেলা হয়।
প্রায় ৬০ মিটার খুঁড়ে ফেলার পর সেই অনেক গভীরে আচমকা এক প্রাণির দেখা মেলে। অবশ্যই একটি কীট। যা দেখে সকলেই বুঝতে পারেন এ প্রাণির দেখা আগে মেলেনি।
পরে ওই কীটটিকে পরীক্ষা করে বিশেষজ্ঞেরা জানান, তাঁরা বিশ্বের সবচেয়ে বেশি পা যুক্ত কীটের দেখা পেয়েছেন। যার দেহে ১ হাজার ৩০৬টি পা রয়েছে।
সোনার খনি আবিষ্কার করতে গিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পায়ের প্রাণি আবিষ্কার হয়ে যায় ২০২১ সালেই। এমন প্রাণিও যে এই পৃথিবীতে বিরাজ করছে তা এর আগে কারও জানা ছিলনা।