ঘর নয়, কেবল বারান্দার ভাড়া মাসে ৮১ হাজার, চমকে দিল বিজ্ঞাপন
মানুষ মাথাগোঁজার জন্য অনেকসময় বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেন। তার বিজ্ঞাপনও অনেক। কিন্তু কেবল একটা বারান্দা ভাড়ার বিজ্ঞাপন কার্যত চমক দিল।
অনেকসময় মানুষ বাড়ি বা ঘর বা ফ্ল্যাট ভাড়া নেন। জায়গার ওপর ভাড়া স্থির হয়। অনেক সময় বর্ধিষ্ণু অঞ্চল বা শহরের মধ্যে ভাড়া বেশি হয়। আবার শহর থেকে দূরে ভাড়া কম হয়। বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় সকলেই ঘরের সংখ্যা, রান্নাঘর, বাথরুম সব দেখে নেন।
আর সঙ্গে একটা বারান্দা পেলে তো কথাই নেই! অনেকেই পছন্দ করে ফেলেন। কিন্তু বারান্দা পাওয়া যাবে কিন্তু ঘর নয়। এমন ভাড়া কি কেউ নিতে চাইবেন?
চাওয়া দূর, কেবল বারান্দাও যে ভাড়া পাওয়া যেতে পারে এটাই অনেকের মাথায় আসেনা। কিন্তু সমাজ মাধ্যমে একটি বিজ্ঞাপন সকলের চক্ষুস্থির করে দিয়েছে।
সেখানে এক ব্যক্তি একটি বারান্দা ভাড়া দিতে চান বলে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে বারান্দাটিকে সানি রুম বা রোদ খেলে এমন ঘর বলেই ব্যাখ্যা করা হয়েছে।
একটি বারান্দা। বারান্দাটি কাচ দিয়ে একপাশ ঘেরা। বারান্দায় একটা খাট পাতা আছে। বাকি সামান্যই অংশ হাঁটাচলার জন্য রয়েছে। বারান্দায় একজন শোয়ার মত খাট পাতা হলে বারান্দার আর বাকি কি থাকে!
এটা ভাড়া পাওয়া যাচ্ছে। তাও আবার নেহাত কম খরচ নয়। অস্ট্রেলিয়ার সিডনিতে এই বারান্দার ভাড়া মাসে চাওয়া হয়েছে ৯৬৯ ডলার। ভারতীয় মুদ্রায় ৮১ হাজার টাকার কিছু বেশি।
একটা বারান্দাও যে ভাড়া পাওয়া যেতে পারে, আর তার ভাড়া যে এমন একটা বিশাল অঙ্কের হতে পারে এটা দেখেই হতবাক অস্ট্রেলিয়া বলেই নয়, ভারতের সব প্রান্তের মানুষ।