World

ভোর আর বিকেলে লাল হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় পাথর

পৃথিবীর সবচেয়ে বড় পাথর। সে পাথর ভোরে আর বিকেলে অন্যই রূপ ধারণ করে। লাল রং ফেটে বার হয় তার গা দিয়ে।

পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তরখণ্ড বলা হয় একে। তবে পাথর বলা হলেও আদপে এটি একটি পাহাড়। যার মাপজোক দিলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা। এক পাথরের পাহাড়। যে পাহাড়ের খাদ ১ হাজার ১৪২ ফুট। এর পরিধি ৫.৮ মাইল। লাইমস্টোন পাথরের এই পাহাড় একটিমাত্র পাথরের টুকরোয় তৈরি। কোথাও পাথরে কোনও জোড় নেই। নেই একাধিক পাথরের খণ্ড।

একটা পাথর এতটাই বিশাল যে তা ঘুরে দেখতে বহু সময় লেগে যাবে। একটা বিশাল পাহাড় যা একটিই মাত্র পাথর। পৃথিবীর এই আজব এক পাথরের পাহাড় হল বিশ্বের সবচেয়ে বড় পাথরের উদাহরণ।


এই পাহাড় যে পর্যটন আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তবে পর্যটকেরা এখানে হয় ভোরে অথবা বিকেলের দিকে আসতে সবচেয়ে বেশি পছন্দ করেন।

কারণ লাইমস্টোনের এই পাহাড়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে। যার ওপর সূর্যের ভোরের ও বিকেলের আলো পড়লে পুরো পাহাড়টা টকটকে লাল রংয়ে রেঙে ওঠে।


অস্ট্রেলিয়ার উলুরু পাহাড় বলেই বিখ্যাত পৃথিবীর এই সবচেয়ে বড় পাথর। জনপ্রাণিহীন প্রান্তরে এই পাহাড়টি একমাত্র দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে।

ভোর বা বিকেলে লাল হওয়া বলেই নয়, সারা দিনেও বিভিন্ন সময়ে উলুরু পাহাড়ের রং বদলে যায়। যা পর্যটকরা দারুণভাবে উপভোগ করেন। পৃথিবীর এই সবচেয়ে বড় পাথরটি দেখতে সেপ্টেম্বর থেকে নভেম্বরেই সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button