ঝুঁকি নিয়ে মিলনের সময় গান গায় পুরুষরা, স্ত্রীদের পছন্দ না হলে জীবন যায়
যখন মিলনের সময় আসে তখন পুরুষরা গান গাইতে থাকে। সে গান পছন্দ না হলে কিন্তু জীবনের ঝুঁকি আছে। তা জেনেই গান গাইতে হয় পুরুষদের।
পৃথিবীর বুকে অনেক আজব কাণ্ডকারখানাই ঘটে। জঙ্গলে আবার অন্যই আইন চলে। সেই জঙ্গলেই এক আজব কাণ্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ইকোলজি অ্যান্ড ইভোলিউশন নামে একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে বিজ্ঞানীরা দাবি করেছেন তাঁরা গ্রিন অ্যান্ড গোল্ডেন বেল ফ্রগ নামে এক প্রজাতির ব্যাঙদের একটি চমকে দেওয়া প্রবণতার কথা জানতে পেরেছেন।
এই প্রজাতির ব্যাঙদের ক্ষেত্রে মিলনের সময় এলে স্ত্রী ব্যাঙকে আকর্ষিত করতে পুরুষ ব্যাঙ গান ধরে। সেই গান ভাল লাগলে স্ত্রী ব্যাঙেরা আকর্ষিতও হয়।
কিন্তু ঝুঁকিটা হল, না পছন্দ হওয়ার। যদি দেখা যায় স্ত্রী ব্যাঙের এই গান পছন্দ হল না, তখন কিন্তু তারা পুরুষ ব্যাঙটির জন্য ভয়ংকর হয়ে ওঠে।
স্ত্রী ব্যাঙ এসে সোজা মুখে পুড়ে ফেলে পুরুষ ব্যাঙকে। তারপর আস্তে আস্তে গিলে ফেলে তাদের। স্ত্রী ব্যাঙয়ের হাত থেকে জীবন রক্ষার বিশেষ সুযোগ থাকেনা পুরুষদের। কারণ এই প্রজাতির স্ত্রী ব্যাঙেরা চেহারায় পুরুষদের চেয়ে বড় হয়।
তাদের শক্তিও পুরুষদের থেকে বেশি হয়। ফলে দিব্যি তারা পুরুষ ব্যাঙকে খেয়ে ফেলে। এই ঘটনা বিজ্ঞানীদের অবাক করেছে।
অস্ট্রেলিয়ার জঙ্গলে এই ব্যাঙদের দেখা মিললেও এই এক আজব প্রবণতার জন্য এই প্রজাতির ব্যাঙের সংখ্যাও কমছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই ঘটনা ঘটে যখন ব্যাঙদের মিলনের সময় আসে তখনই। পৃথিবীতে এও এক আশ্চর্য ঘটনা।