World

রাতারাতি সবুজ হয়ে গেল বিখ্যাত বন্দরের জলরাশি

রাতারাতি বদলে গেল রং। এ বন্দরের জলের রং কেমন তা সকলের জানা। সেই জল আচমকা গাঢ় সবুজে রূপান্তরিত হওয়ায় রাতের ঘুম উড়ে যায় স্থানীয় প্রশাসনের।

এ বন্দর কেবল দেশের মধ্যেই পরিচিত নয়, চেনেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও। ইংরেজি নববর্ষের দিন এই বন্দরেই হয় চোখ ধাঁধানো আতসবাজির খেলা। সেই বন্দরের জলের রং সকলের জানা।

সেই জল রাতারাতি সবুজ হয়ে গেল। গাঢ় সবুজ রং হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জল ঘিরে ফেলা হয়।


নজর দেওয়া হয় মাছ‌দের কোনও ক্ষতি হল কিনা তা দেখতেও। এটাও দেখার চেষ্টা হয় ওই সবুজ কতটা ক্ষতিকর, কতটা বিষাক্ত। সেই সঙ্গে শুরু হয় কীভাবে বন্দরের বিপুল জলরাশি এমনভাবে সবুজ হয়ে গেল তার খোঁজ।

খোঁজ করতে গিয়ে প্রাথমিকভাবে প্রশাসনের তরফে যা জানানো হয়েছে তা হল এই রং এসেছে একটি ড্রেনের জলে মিশে। যে জল এসে ওই বন্দরের জলে পড়ছে।


সবুজ কারণ একটি বিশেষ ধরনের ডাই। যা ব্যবহার করেন কল মিস্ত্রিরা। পাইপের কোথাও লিক থাকলে তা খুঁজে পাওয়ার জন্য এই ডাই ব্যবহার করা হয়। যা একেবারেই বিষাক্ত নয়।

এ থেকে মাছদের বা জলজ জীবনের ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু কীভাবে মিশে গেল এই ডাই? সেটা এখনও পরিস্কার নয়। তাই তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি হারবারের জলে। বিখ্যাত সিডনি হারবার কেবল একটি বন্দর নয়, একটি পর্যটন স্থলও। যেখানে সারাবছর পর্যটকের ভিড় লেগেই থাকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button