সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে আসছে রহস্যময় বল, বন্ধ একের পর এক বিচ
একের পর এক বিচ বা সমুদ্রসৈকত বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ঢেউয়ের তালে তালে ভেসে আসছে নানা আকারের বল। তাদের রং এক হলেও সাইজ আলাদা।
সমুদ্রসৈকতে পর্যটকদের ঢলও যেমন থাকে তেমন অনেক স্থানীয় মানুষজনও হাজির হন অবসর কাটাতে। অনেক স্থানীয় মানুষ আবার সমুদ্রের ধারে ব্যবসাও করেন। কিন্তু কয়েকদিনে তাঁরা এক আজব পরিস্থিতির শিকার।
সমুদ্রের ঢেউয়ের তালে তালে ভেসে একের পর এক কালো বলের মত বস্তু হাজির হচ্ছে সোনালি বালির ওপর। বালিতে ছড়িয়ে রয়েছে সেগুলি। এগুলির আকার ভিন্ন।
কড়াইশুঁটির দানার মত আকার থেকে শুরু করে ক্যাম্বিস বলের মত আকারের এই বল ভেসে আসছে তো আসছেই। হাজার হাজার এমন বল কোথা থেকে আসছে তা পরিস্কার নয় অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্রশাসনের কাছেও।
তবে ইতিমধ্যেই আতঙ্কে সিডনির একের পর এক সমুদ্রসৈকত বন্ধ হচ্ছে। সেখানে পর্যটক থেকে স্থানীয় মানুষ সকলের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
এই বলগুলিকে বলা হচ্ছে টার বল। পরীক্ষা করে দেখা গেছে এগুলি তৈরি হয়েছে সমুদ্রের জলে ভাসা তেল থেকে। যদি সমুদ্রের জলে তেল ছড়িয়ে পড়ে তখন সেই তেল জলে ভাসতেই থাকে।
সমুদ্রের ঢেউ আর সমুদ্রের ওপর বয়ে যাওয়া বাতাসে ধাক্কা খেয়ে এবং সমুদ্রের জলের সঙ্গে বিক্রিয়া করে, সেই ছড়ানো তেল ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। আর বলের মত বস্তুতে পরিণত হয়।
এগুলিকেই বলা হয় টার বল। এই টার বল এখন সিডনির সব বিচগুলিতে ভরে গিয়েছে। ফলে সেখানে সাধারণ মানুষ থেকে পর্যটক সকলের মধ্যেই একটা আতঙ্কের জন্ম দিয়েছে।
পুরো বিষয়টি পরিস্কার হওয়া পর্যন্ত সিডনি ও তার আশপাশের যে বিচগুলিতে এমন টার বল ভেসে আসছে সব বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা