সমুদ্রসৈকতে ভেসে আসা গোলকে ভরা রয়েছে মানুষের পায়খানা, ওগুলো তেলের গোলক নয়
একাধিক সমুদ্রসৈকতে একের পর এক ভেসে আসছিল কালচে গোলক। যা প্রাথমিকভাবে তেলের গোলক বলে ভেবেছিলেন বিশেষজ্ঞেরা। এবার জানা গেল ভয়ংকর দুর্গন্ধের কারণ।
সমুদ্রসৈকতে বেড়াতে আসেন বহু মানুষ। শহর জুড়ে অনেকগুলি সমুদ্রসৈকত রয়েছে। সেখানে বেড়াতে এসে অনেকেই কালো বলগুলো দেখতে পান। তা থেকে দুর্গন্ধ বার হচ্ছিল। এভাবে অনেক সমুদ্রসৈকতেই বল ভেসে আসার পর সাধারণের জন্য সৈকতগুলিতে ঢোকা বন্ধ করা হয়।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সমুদ্রে কোথাও জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার পর সেই তেল জমাট বেঁধে এমন বলের আকার নিয়েছে। তারপর সেই টার বলগুলি ভেসে এসেছে বালুকাবেলায়।
অস্ট্রেলিয়ার সিডনির এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দেয়। পরে সেইসব কালো কালো নানা আকারের তালগুলি সরিয়ে ফেলে বিচ সাফ করে দেওয়া হয়। এদিকে ওই তালগুলি পরীক্ষা শুরু হয়।
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় বলগুলো পরীক্ষার পর জানা গেছে আদপে ওগুলো মোটেও তেলের বল নয়। বরং ওগুলো ফ্যাটবার্গ। যা তৈরি হয় নিকাশি নালার নোংরা থেকে।
এর মধ্যে পাওয়া গিয়েছে রান্নার তেল, শিল্পজাত রাসায়নিক, ওষুধের অংশ, চুল এবং মানুষের পায়খানা। যে কারণেই ওই বলগুলির ধারে কাছে দুর্গন্ধে ঘেঁষা যাচ্ছিল না।
এগুলিই জমাট বেঁধে এই তাল তৈরি করে। যা পরে সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে এসে সিডনির বিভিন্ন সমুদ্রসৈকতে ছড়িয়ে পড়ে। কীভাবে এই তালগুলি তৈরি হল, কোথা থেকেই বা ভেসে এল, সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।