বিশ্বের ১ নম্বর টেনিস তারকাকে হারিয়ে সেরার শিরোপা দখল করলেন ২ নম্বর। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস বিজয়িনীর শিরোপা উঠল ক্যারোলিনের মাথায়। প্রথম কোনও ড্যানিশ তারকা হিসেবে এই খেতাব অর্জন করলেন ২৭ বছরের ওজিনিয়াকি।
শনিবার সিমোনা হালেপের সঙ্গে টেনিস কোর্টে ঝড় তোলেন ক্যারোলিন। এদিন ২ জনের সামনেই ছিল গ্র্যান্ড স্ল্যাম জয়ের মস্ত সুযোগ। কোর্টে নেমে সেই সুযোগ তাই হেলায় হারাতে দেখা যায়নি কাউকেই। খেলা যত এগিয়েছে, পয়েন্টের বিচারে একে অপরকে টক্কর দিতে কম যাননি ক্যারোলিন ও সিমোনা। তাপমাত্রার পারদ বাড়ার সাথে সাথে বেড়েছে যুযুধান ২ টেনিস তারকার লড়াইয়ের তাপমানও। তবে ৭-৬, ৩-৬, ৬-৪ ফলে শেষ হাসিটা হাসেন ক্যারোলিন।
৯ বছর আগে গ্র্যান্ড স্ল্যাম-এর দোরগোড়ায় পৌঁছেও হতাশ হতে হয়েছিল ওজিনিয়াকিকে। এর আগে ২-২ বার গ্র্যান্ড স্ল্যাম-এর কাছাকাছি পৌঁছেও তা অধরা থেকে গিয়েছিল সিমোনার কাছেও। তাই নিজের সেরাটুকু দিয়ে লড়ে যাচ্ছিলেন আক্রমণাত্মক সিমোনা। তবে তাঁর সেই মেজাজ কার্যত ধসে পড়ে ক্যারোলিনের দুর্দান্ত রক্ষণাত্মক মেজাজের সামনে। রড লেভার এরিনায় দাঁড়িয়ে ২০১৮-য় প্রথম গ্র্যান্ড স্ল্যাম ছোঁয়ার স্বপ্নপূরণ হয়েছে তাঁর। শনিবার কার্যত সেই খুশিতেই আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা যায় ওজিনিয়াকিকে।